প্যারামিটার ও আর্গুমেন্ট শব্দ দুটো প্রায়ই একে অপরের স্থলে (Interchangeably) ব্যবহার করা হয়। তবে ব্যবহারের ক্ষেত্র বা প্রসঙ্গ (Context) থেকে এদেরকে আলাদা করা যায়। সাধারণত মেথড ডেফিনেশন লেখার সময় যে ভ্যারিয়েবলগুলো ব্যবহার হয় সেগুলোকে প্যারামিটার বলে। আর যখন সেই মেথডটিকে ব্যবহার করার সময় যে ভ্যালু বা মান পাস (Pass) করা হয় তাকে আর্গুমেন্ট বলা হয়।
চিত্র: প্যারামিটার ও আর্গুমেন্ট